জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট রবিবার (২৩ ফেব্রুয়ারী) থেকে শুরু হচ্ছে।
স্থানীয় রাইজিং সানের আয়োজনে বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের বটতলা নামক এলাকায় টুর্ণামেন্টটির উদ্বোধন করবেন জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ সাইফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও রাইজিং সান এর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম। টুর্ণামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ বনাম গোবিন্দপুর মিতালী সংঘ মুখোমুখি হবে।
আয়োজকরা জানিয়েছে, প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ ২ হাজার ও ম্যান অব দ্যা সিরিজ ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া রানার্স আপ দল ৩০ হাজার ও চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।