২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনী থেকে চুরি হওয়া পিকআপ উদ্ধার, আটক ৩



ফেনী প্রতিনিধি:
ফেনীতে থেকে চুরি হওয়া পিকআই চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে নগরীর হাটহাজারীর বড় দিঘীর পাড় লিংক রোড এলাকা থেকে চক্রের ৩ সদস্যসহ পিকআপটি উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, গত ২৭ জানুয়ারী ভোরে ফেনী সদর উপজেলার লস্করহাট এলাকার হাজী সিদ্দিক আহম্মদের বাড়ির সামনে থেকে পিকআপটি (ফেনী- ন-১১-০৪২০) চুরি হয়। পিকআপটি উদ্ধারে পাশের এলাকার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. আলাউদ্দিন র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। পরে অভিযানে চালিয়ে ‘সোহেল মোটরস’ নামে একটি দোকান থেকে পিকআপটি উদ্ধার করা হয়। এসময় নোয়াখালী জেলার শ্যামবাগ থানার চাতারপাইয়া এলাকার আইয়ুব আলীর ছেলে মো. ইউসুফ (৩৭), চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বড় দিঘীর পাড় লিংক রোড এলাকার নূর আলমের ছেলে মো. নুরনবী (৩৭) ও একই এলাকার নূর আলমের ছেলে মো. সোহেলকে (৩০) আটক করে র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।


(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
‘৫ বছরের মধ্যে বিআইডব্লিউটিসি মডেল প্রতিষ্ঠানে রূপ নিবে’
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মুক্তি পেল পদ্মা সেতু নিয়ে তাহসিন খানের গান
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ