২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

বাংলাদেশে কোনো রোগী শনাক্ত হয়নি : আইইডিসিআর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রিপোর্ট উল্লেখ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশের বাইরে সিঙ্গাপুরে পাঁচজন ও আরব আমিরাতের একজনসহ করোনা ভাইরাস আক্রান্ত মোট ছয়জন বাংলাদেশি রোগী শনাক্ত হয়েছে। তাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে বাংলাদেশে কোনো রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীস্থ আইইডিসিআরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা যে কয়টি দেশ প্রাধান্য দিচ্ছি তার মধ্যে দক্ষিণ কোরিয়া একটি। এদেশ থেকে কেউ আসলে আমরা তাদের পর্যবেক্ষণে রাখি। নমুনা টেস্ট করি। এই মুহূর্তে করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। নমুনা সংগ্রহের ক্ষেত্রে অনেকে আমাদের কাছে আসেন। আবার কখনো কখনো আমরাও নমুনা সংগ্রহ করতে বাসায় যাই।

তিনি আরও বলেন, পর্যাপ্ত রোগীর নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আমাদের আছে। বিভিন্ন জায়গা থেকে কিট আসছে। যেসব জায়গা থেকে কিট পাওয়া যায় সেসব জায়গায় আমরা যোগাযোগ করে রেখেছি। কিট আমাদের আসতেই থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা উল্লেখ করে তিনি বলেন, যদি অনেক বেশি কেস হয়ে যায়। তাহলে ধরে নিতে হবে এটা করোনা ভাইরাস। তখন আর টেস্ট করার প্রয়োজন হবে না। সেইভাবেই তাদের চিকিৎসা দিতে হবে। আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সে প্রস্তুতি অনুযায়ী কাজ করছি। যদি আমাদের দেশের রোগী পাওয়া যায় তাহলে কী করণীয়, পরে আমাদের কী করতে হবে সেটা নিয়ে খসড়া নীতিমালা করা হয়েছে। এখনো চূড়ান্ত করা হয়নি।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ