ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু হয়েছে। রোববার দুপুরের দিকে ইউনিয়নের মরুয়ারচর গ্রামে এ টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় দলের অল রাউন্ডার ফেনীর ছেলে মো. সাইফ উদ্দিন সাইফ।
স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং সান’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মজুমদার, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মিলন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।
রাইজিং সানের সভাপতি জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রিড়া সংগঠক, ক্রিড়ামোদি ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টূর্ণামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।