১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

ঢাকা সিটি নির্বাচন

ভোটের রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ থাকবেই

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ভোটের রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ থাকবেই। এবার সুন্দর একটি নির্বাচন হচ্ছে। আমরা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন করব। এমন না যে আমরা ব্যালটে সব ভোট মেরে দিয়েছি। ইভিএমের মাধ্যমে সবাই সবার ভোট দিতে পারবেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বরে সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আতিকুল বলেন, এখানে অনেক সুন্দর একটা লাইন দেখলাম। খিলক্ষেতে একটি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্রচুর মহিলা দেখলাম। এখন পর্যন্ত ভালো একটা পরিবেশ দেখছি। বেলা বাড়ার সাথে সাথে আরো মানুষ ভোট দিতে আসবেন বলে আশা করছি।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। সুন্দর একটি নির্বাচন হচ্ছে। আমিও প্রথম ইভিএমে ভোট দিয়েছি। সহজভাবে ভোট দিয়েছি। অনেকেই বলছেন সমস্যা হচ্ছে। তবে আমাদের পোলিং এজেন্টরা সহযোগিতা করছেন।

সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আতিকুল বলেন, আপনার মূল্যবান ভোট দিন। রাজধানী কেমন হবে সেটা আপনার ভোটের ওপর নির্ভর করছে।

এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ বিএনপি প্রার্থীরা করছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে আতিকুল বলেন, আমি মনে করি ভোটে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবেই। আমরা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন করব। এমন না যে আমরা ব্যালটে সব ভোট মেরে দিয়েছি। ইভিএমের মাধ্যমে সবাই সবার ভোট দিতে পারবেন।

তিনি বলেন, এটা ভেরি ওপেন, আমি সবাইকে বলবো, সুন্দর ওয়েদার, ভালো ওয়েদার। আবহাওয়াটাকে উপভোগ করুন। রোদ্র আছে। যথেষ্ট ভিটামিন ডি পাওয়া যাবে। সকলে এসে ভোট দিন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এ ভোটগ্রহণ শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’