জামিয়ে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল এবং কুতুবে আলম হযরত শাহ সৈয়দ গোলাম রহমান এছমতী রহমাতুল্লাহি আলাইহির ৫৯তম ওরশ মোবারক
“প্রাণাধিক প্রিয়নবীকে আল্লাহতাআলার নূর হিসেবে ঈমান রাখতে হবে এবং সে নূরে আত্মা-জীবন-রাষ্ট্র ও বিশ্ব আলোকিত করতে হবে” হযরত আল্লামা হাফেজ সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ
“প্রাণপ্রিয় আহলে বায়েত,মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরামের আলোকধারায় সত্য ও মানবতার প্রতিষ্টায় আওলিয়া কেরামের শিক্ষা বাস্তবায়নে সব মুমিন ভাই-বোন ঐক্যবদ্ধ হউন” হযরত আল্লামা ইমাম হায়াত
এতে উপস্থিত ছিলেন, বাবাজান কেবলার মেজো সাহেবজাদা আল্লামা বারাকাত শাহ নিজামী, ড.অধ্যাপক আতাউর রহমান মিয়াজী সাহেব, খতিবে বাঙ্গাল নূর মুহাম্মদ সিদ্দিকী সাহেব, আল্লামা আবু আরেফ সারতাজ, আল্লামা রায়হান রাহবার, আল্লামা গোলাম সাদেক, শহীদে মিল্লাত নূরুল ইসলাম ফারুকী (র.) এর ছোট সাহেবজাদা আল্লামা ফুয়াদ আল-ফারুকী
মাহফিল পরিচালনায়, রাহবারে দ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার ও মাওলানা নকিব আল নিজামী
এতে আরো অসংখ্য ওলামায়ে-কেরাম ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন
সম্পাদনায়, ফয়সাল রেজা। স্থান, রহমানিয়া দরবার শরীফ, জামেয়া রহমানিয়া ফাযিল মাদ্রাসা ময়দান(মস্তাননগর,মিরশ্বরাই,ডি.টি রোড় সংলগ্ন, সোনা পাহাড় ফিলিং স্টেশনের বিপরীতে,চট্টগ্রাম)