ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেওয়ার পরপরই পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন।
মশিউর রহমান বলেন, সারাদেশের যানবাহন চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে চলবে।
কোথাও যদিও কোনো গাড়ির ক্ষতি হয় কিংবা জ্বালাও পোড়াও করা হয় এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে বলেন মহাসচিব মশিউর রহমান।
এনায়েত উল্লাহ বলেন, বিএনপির যেমন হরতাল পালন করার অধিকার রয়েছে তেমনি আমাদেরও যানবাহন চালানোর অধিকার রয়েছে। হরতালে বিএনপি যদি কোনও পরিবহনের ক্ষতি করে তাহলে এর দায়িত্ব তাদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ নেই। এর মধ্যে তারা হরতাল ডেকেছে যা অযৌক্তিক। এর আগেও বিএনপি অযৌক্তিক হরতাল ডেকেছিল। তারা পরিবহন মালিকদের শতকোটি টাকার ক্ষতি করেছে। শ্রমিকদের পুড়িয়ে মেরেছে।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, হরতালের নামে কোনও বিশৃঙ্খলা হলে মালিক-শ্রমিকরা তা প্রতিহত করবে। ঢাকার সবকটি টার্মিনালে মালিক-শ্রমিকরা সতর্ক অবস্থানে থাকবে। রবিবার সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে।
প্রসঙ্গত ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।