২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

আবেগ ঘন পরিবেশে মাশরাফির বিদায়

সিলেটে বৃহস্পতিবার রৌদ্রজ্জ্বল দিনেও যেন হঠাৎ নেমে আসলো অন্ধকার। শেষ দুপুরে যখন সূর্যটা মাথার উপর থেকে পশ্চিমে খানিক হেলে পড়েছে, ঠিক তখনই আসলো সংবাদটা। অধিনায়ত্বের ইতি টেনে দিলেন মাশরাফি বিন মুর্তজা। যা ব্যথিত করেছে সতীর্থ মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানকে।

আগামীকাল অর্থাৎ ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানে দীর্ঘক্ষণ প্রশ্ন-উত্তরের এক ফাঁকে বিদায় বার্তা জানিয়ে দিলেন টাইগারদের পঞ্চাশ ওভার ফরম্যাটের অধিনায়ক।

সিলেটের সেই বিষাদ ছড়িতে পড়লো গোটা শহর, গোটা দেশ, গোটা বিশ্বে। ছড়িয়ে পড়লো বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও। দীর্ঘদিন যে অধিনায়কের নেতৃত্বে বুক চিতিয়ে বাইশ গজে লড়েছেন ক্রিকেটাররা, সেই নেতা মাশরাফির অবসরটা যেন মানতেই পারছেন না তারা।

তবুও সময় বহমান। মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) জন্য দলবদল সারতে হলো সিলেটে অবস্থানরত জাতীয় দলের ক্রিকেটারদের। সেখানেই আবহনী লিমিটের হয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে, অধিনায়ক মাশরাফির অবসর ইস্যুতে কথা বলতে হয় মুশফিকুর রহিমকে।

আবেগতাড়িত মুশফিক বলেন, ‘মাশরাফি ভাইয়ের কোনো বদলি হবে না। এমন অধিনায়ক আর বাংলাদেশে আসবে না। উনি যেন পরিবারের অংশ। তার অধিনায়কত্ব মিস করব। শুধু মাঠের ক্রিকেটে না, মাঠের বাইরেও মাশরাফি ভাইয়ের অভাব দেখা দেবে। তার সঙ্গে খেলাটা অন্যরকম অনুভূতি।’

মাঠে বা মাঠের বাইরে। সবখানেই মাশরাফির সাথে বেশ সখ্যতা ছিল পেসার মুস্তাফিজের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর মুস্তাফিজের প্রিয় ‘মাশরাফি ভাই’ আর অধিনায়ক থাকবেন না, তা মেনে নিতে কষ্ট হচ্ছে তার। বরাবরই মিডিয়া বিমুখ মুস্তাফিজ এদিনও কথা বলতে চাইলেন না গণমাধ্যমের সাথে। শুধু জানালেন, ‘মাশরাফি ভাইকে নিয়ে কোনো ব্যাখ্যা নাই। শোনার পর থেকেই মনটা খারাপ।’

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ