৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ৪ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে নৌকা, বিএনপির প্রার্থী ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মাইনুর রাব্বী চৌধুরী রুমানকে লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে মশাল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার নির্বাচিত হন। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনে ২১ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’