ফেনী জেনারেল হাসপাতালে নয়া তত্ত্বাবধায়ক হয়েছেন ডা. আবুল খায়ের মিয়াজী। মঙ্গলভার তিনি ২৫০ শয্যবিশিষ্ট জেলা হাসপাতালটিতে দায়িত্বভার গ্রহণ করেছেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) এর সহকারী পরিচালক পরিচালক পদে কর্মরত ছিলেন।
ডা. মিয়াজী বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে স্বাস্থ্য ক্যাডারে ১৭তম বিসিএস এ উন্নীত হন। তিনি প্রথম ফেনীর ছাগলনাইয়া উপ-স্বাস্ব্য কেন্দ্রে যোগদান করেন। কর্মজীবনে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ী খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বালিপাড়া গ্রামে। ব্যাক্তিগত জীবনে ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।
(Visited 1 times, 1 visits today)