ফেনী শহরের ফলেশ্বরে চারপাশের দূষণের মধ্যে ফেলে কোন ধরনের ভ্যাট-ট্যাক্সের তোয়াক্কা না করায় ইট ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ওই প্রতিষ্ঠানটির ১০ লাখ টাকার জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে বের হয়। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াও ফলেশ্বরে মেসার্স আলী আজম ব্রিক ফিল্ড পরিচালনা করা হয়। সনাতন পদ্ধতিতে স্থাপনকৃত ইটভাটায় ব্যাপকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্থ হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ অভিযানে নেতৃত্ব দেন। তিনি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪ ধারা মোতাবেক ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফায়জুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
(Visited 1 times, 1 visits today)