ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ফেনী জেলা প্রশাসন। শনিবার জেলা পুলিশ সুপার নুর নবী খোন্দকারের নেতৃত্বে পুলিশ বিভাগের কর্মকর্তারা শহরের জেল রোডে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশ লাইন্সে আলোচনা সভার আয়োজন করে পুলিশ বিভাগ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার নুর নবী খোন্দকার।

কর্মসূচীতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আতোয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, নিশান চাকমা ও সাইফুল আহমেদ ভূঞাসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
(Visited ১২ times, ১ visits today)