২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ : ওয়াহিদুজজামান

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। শনিবার (৭ মার্চ) ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে জেলা শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণসহ একাধিক আলোচিত ভাষণের সাথে তুলনা করে জেলা প্রশাসক বলেন, পৃথিবীর আর কোন ভাষণই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মত পুরো জাতিকে এতটা অনুপ্রেরণা যোগাতে পারেনি। তিনি বলেন, এটিই পৃথিবীর শ্রেষ্ঠ।

৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ পুরোটা শুধু মুখস্থ বললে হবে না, এ ভাষণ অন্তরে লালন-পালন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

জেলা শিশু একাডেমী সূত্রে জানা যায়, চিত্রাংকন ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় ৩টি বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৩টি বিভাগে ১৮ জনকে পুরস্কার প্রদান করা হয়।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’