১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

করোনাতে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের ঘরে ঠেকেছে

চীনের উহানে শনাক্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী তিন হাজার দুইশ তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের ঘরে ঠেকেছে। চীনের বাইরে ভাইরাসটি দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ জনে মৃত্যু ঘটিয়েছে ইতালিতে।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীনে। আক্রান্তের সংখ্যাও দেশটিতে সবার উপরে। শুধু তাই নয়, দেশটিতে ভাইরাসের আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজারের অবস্থা গুরুতর।

চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার দুইশ ৭০ জন। মঙ্গলবার (০৩ মার্চ) নতুন করে আক্রান্ত একশ ১৯ জন এর মধ্যে অন্তর্ভুক্ত। দেশটিতে এ ভাইরাসের কারণে সৃষ্ট রোগে মারা গেছেন দুই হাজার নয়শ ৮১ জন। যার মধ্যে নতুন মারা যাওয়া ৩৮ জনও রয়েছেন। আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার চারশ চারজন। আর এসব রোগীর মধ্যে গুরুতর অবস্থা ছয় হাজার চারশ ১৬ জনের।

প্রাপ্ত পরিসংখ্যানতবে সুস্থ হওয়ার সংখ্যাও আশাব্যঞ্জক। ভাইরাসের কবলে পড়ার পর যথাযথ চিকিৎসায় চীনে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৯ হাজার আটশ ৮৫ জন।

ভাইরাসটি এরইমধ্যে বিশ্বের ৭০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

(Visited ৮ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ