২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

দেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩১৪ জন : আইইডিসিআর

ফাইল ছবি

সারা দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ রোববার রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। দেশে হোম কোয়ারেনটাইনে রয়েছে মোট ২ হাজার ৩১৪ জন।’

শনিবার ইতালি ফেরত ১৪২ জনের সবাই প্রশাসনের সহায়তায় বাড়ি ফিরেছেন বলেও জানান সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘অন্য যেসব ফ্লাইটে ইতালি প্রবাসীরা ফিরেছেন তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে পূর্বে জানানো পাঁচজনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’

বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইনের ক্ষেত্রে আপোস করা হবে না জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘কেউ হোম কোয়ারেনটাইন না মানলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে।’

শনিবার যে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল তারা সুস্থ রয়েছেন বলেও বিফ্রিংয়ে জানান সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গতকাল করোনাভাইরাসে আক্রান্তদের দুজনই পুরুষ। এদের একজনের বয়স ২৯ এবং অন্যজনের বয়স ৪০ এর বেশি, যার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। দুজনেরই জ্বর ও কাশি ছিল।’

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

(Visited ১৫ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ