২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর জেলার ভাঙ্গার হাইওয়ে থানার ওসি আতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত ও দুই জন আহত হন।

ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতিউর রহমান জানান, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুই জনকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

(Visited ১৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী