২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে চালের বাজারে লাগাম টানতে তৎপর প্রশাসন

করোনাভাইরাস আতঙ্কে হঠাৎ চালের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ফেনী বাজারে লাগাম টানতে তৎপর হয় জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪ আড়তদারকে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমন আশংকায় ফেনী শহরে হঠাৎ করে চালের দাম বেড়ে যায়। গত দু’দিন ধরে বস্তা প্রতি ১শ ৫০ থেকে ৩শ টাকায়ও বিক্রি হয়। খুচরা বাজারে বস্তা প্রতি বাড়ানো হয় ৪শ থেকে ৫শ দামে। এমন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান ও রজত বিশ্বাস ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন।

ভ্রাম্যমান আদালত বড় বাজারে গিয়ে দাম বাড়ার চিত্র দেখতে পান। অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে কমলাপট্টিতে হাজী মহিউদ্দিন আহম্মদকে ৫ হাজার, নিউ সাথী ট্রেডিংয়ে ৮ হাজার, ইসলামপুর রোডের খাদ্য ভান্ডারের ৪ হাজার, হাজী ছালেহ আহম্মদকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশি দামে চাল বিক্রি না করতে আড়তদারদের সতর্ক করা হয়। অভিযানে জেলা মার্কেটিং কর্মকর্তা হারুন উর রশিদসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

(Visited ২৬ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ