১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

রামপুরায় ছাত্রলীগের উদ্যেগে বেসিন বসানো এবং মাস্ক বিতরণ

করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দিনমজুর ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন। তাই তাদের স্যানিটাইজেশন এবং মাস্ক ব্যবহার করার সুযোগটা কম।

আর এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে এবং গরিবদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছেন রামপুরা থানা ছাত্রলীগ।

মঙ্গলবারে (২৪ মার্চ) রাজধানীর রামপুরায় দিনমজুর ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদের নির্দেশনায়, সাবেক ছাত্রনেতা শাকিল ফারুকের তত্ত্বাবধানে, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের পরিশ্রমী নেতা মো. রাজু আহমেদের উদ্যেগে হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে এবং গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি পান্থ দে বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ ভাইয়ের নির্দেশনা ছিল এবং মানবিক দিক থেকেও চেষ্টা করেছি এই দূর্যোগের পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কিছু করার। তাই রামপুরা থানা ছাত্রলীগের তিনটি ওয়ার্ডেই হাত ধোয়ার বেসিন এবং মাস্ক বিতরণ করেছি।

(Visited ৯৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী