নোয়াখালীর সেনবাগে মো. জাহিদ (৫০) নামের এক ইটভাটার শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর এমবিএম (মোস্তফা ব্রিকফিল্ডে) ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।জাহিদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবজল গ্রামে। লাশ এ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিকফিল্ড মালিক জানায়,সকালে কাজ করতে গিয়ে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে জাহিদ হার্ট ষ্টোক করে মারা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
(Visited 1 times, 1 visits today)