২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

দাগনভূঞা পৌরসভার পাঁচ হাজার পরিবারকে ত্রাণ ও ইফতার সামগ্রী দিলেন মেয়র ওমর ফারুক খান


রোজার শুরুতেই করোনায় কর্মহীন দাগনভূঞা পৌরসভার গরীব ও অসহায় পাঁচ হাজার পরিবারে মেয়র ওমর ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ডাল, তেল, আলু, চিড়া ও চোলা। শুক্রবার পৌরসভার নয়টি ওয়ার্ডে মেয়র নিজে উপস্থিত থেকে দুস্থ লোকজনের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন।
করোনা পরিস্থিতিতে সরকারের মানবিক খাদ্য সহায়তার পাশাপাশি মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের ব্যক্তিগত উদ্যোগে এই নিয়ে পাঁচ দফায় পৌরসভার গরীব ও অসহায় লোকজনের ঘরে ঘরে ত্রাণ ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়া করোনায় কর্মহীন মানুষ যেনো ঘর থেকে বের না হয়, এ জন্য মেয়রের পক্ষ থেকে পুরো রমজান মাসজুড়ে খাদ্য সহায়তার পাশাপাশি ঈদ সামগ্রীও প্রদানের আশ্বাস দেওয়া হয়।

(Visited ৩৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী