২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

নারী নির্যাতন

নারী নির্যাতন
কবি ইব্রাহিম হোসেন

প্রতীকী ছবি

নারী হলো মায়ের জাত নারী বোনের জাত,
সংসার সুখের হয় ধরলে নারীর হাত ।

সেই নারীরাই বাংলাদেশে হয় যে নির্যাতন,
কত নারী কেঁদে কেঁদে ভাষায় দুই নয়ন !

শুধু নির্যাতনের শিকার হয়েই বাঁচেনা যে তারা,
কত নারী মৃত্যু ডাকে দেয় যে আবার সাড়া !

কত নারী নির্যাতিতা হয় যে স্বামীর ঘরে ,
কতক নারী রাস্তাঘাটে কতক শহরে !

কত নারী নির্যাতিতা প্রণয় প্রলোভনে ,
কত নারী হয় যে আবার শুধুই অকারণে ।

অনেক নারী কাজ করে ধনী লোকের ঘরে ,
কাজ শেষে ফিরে আসে যৌন শিকার হয়ে ।

বস নারীকে হরণ করে দেখিয়ে প্রমোশন ,
হরণ করে নির্যাতনে পাঠায় বৃন্দাবন ।

নারী হলো সহজ সরল কোমল তার মন ,
সরলতার সুযোগ নিয়ে কাঁদায় প্রেমিক জন ।

রাস্তা পথে নারী চলে নারী চলে একা ,
এই দেশেতে নারীর কোন নাই যে নিরাপত্তা ।

ভয়ে ভয়ে যাত্রা পথে নারী করে ভ্রমণ ,
সতর্কতা থাকার পরেও হারায় ইজ্জৎ শরম ।

নাই কি দেশে থানা পুলিশ নাই কি প্রশাসন ?
থাকলে কেন হয়রে নারী দেশে নির্যাতন ?

দেশনেত্রী নারী হয়েও হয় না কেন বিচার ?
নরপশুরা পার পেয়ে যায় ভয় থাকে না আর ।

এমন নরপশুর উচিত একটা বিচার হওয়া,
ফাঁসি না হয় ধরে ধরে লিঙ্গ কেটে দেওয়া ।

তবেই হবে শাসন সকল নরপশুরা ,
স্বাধীনভাবে চলবে দেশের নারী জাতিরা ।

নারী প্রতিবাদী একটা কবিতা ।

(Visited ২০৩ times, ১ visits today)

আরও পড়ুন

ময়মনসিংহে জমজমাট নজরুল জন্মজয়ন্তী মেলা
বনানীতে স্ত্রীর পাশে সমাহিত হবেন আব্দুল গাফফার চৌধুরী
অদম্য সাহসী দীপু মনি
অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের কবিতা ‘স্বপ্নদ্রষ্টা’
এবারের বইমেলায় পাওয়া যাবে আয়েশা মুন্নির তিনটি বই
কিছু কথা বলতে চাই
প্রগতিশীল জনতা সবাই হও একতা
অনলাইন বইমেলা শুরু কাল থেকে