২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর করোনা আক্রান্ত যুবক ট্রমা সেন্টারের আইসোলেশনে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে করোনায় শনাক্ত হওয়া যুবককে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনা হহয়েছে। রাত ১০টার দিকে তাকে বহনকারি ফেনী জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স মহিপাল ট্রমা সেন্টারে প্রবেশ করে। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনর এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।করোনা রোগিকে চিকিৎসার জন্য ৬ জন ডাক্তার, নার্স-ওয়ার্ড বয় সহ ১০ জন দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিদিন ফেনী জেনারেল হাসপাতাল থেকে সরবরাহ করা হবে।

স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে গ্রামে আসেন। তার জ্বর-শ্বাস কষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।তার বয়স ২৮ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন।

এদিকে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সহায় এর সভাপতি মঞ্জিলা মিমি জানান, ট্রমা সেন্টারে দুটি সুপেয় বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছেন।এবং রোগীদের জন্য গরম পানির সু-ব্যবস্থা করেছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেন, মধুগ্রামে ওই যুবকের বাড়ি সহ চারবাড়ি লকডাউন করা হয়েছে

(Visited ১৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী