২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ভৈরবে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ৪ ডাকাত আটক!

কিশোরগঞ্জ ভৈরব উপজেলা গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মাদ্রাসা মোড় হতে আজ ২৭ এপ্রিল সোমবার ভোর ৫টার সময় ৪ জন ডাকাত কে আটক করে এলাকাবাসী।

জানা যায় আজ ভোরে কালিকাপ্রসাদ ইউনিয়নের পুলতাকান্দি গ্রামের সামনের রাস্তায় ডাকাতি করে সিএনজি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি আদর্শবাজার সংলগ্ন মাদ্রাসা মোড়ে ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ৪ ডাকাত কে আটক করতে সক্ষম হয় এবং সাথে থাকা আরো ৩ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃত ডাকাতদের কাছ থেকে রামদা, ছুরি, সুইসগিয়ার, ৩ কেজি গাঁজা ও ডাকাতি করতে সঙ্গে নিয়ে আসা একটি সিএনজি আটক করা হয়।
আটককৃতরা হলো ভৈরব মিরারচর গ্রামের আলমগীর হোসেন(৩৫), টানকৃষ্ণনগর গ্রামের মোঃ জুয়েল(২৪), কুলিয়ারচরের লালপুর এলাকার দ্বীন ইসলাম(৩০), ও নরসিংদী জেলার বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের কাশেম মিয়া(২৭)।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চারজনসহ ৬ জনের নামে পৃথক দুটি মামলা করা হয়েছে। তারপর তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

ভৈরব থানার ইন্সপেক্টর ইনচার্জ (তদন্ত) বাহালুল খান বাহার জানান, এলাকাবাসী ৪ ডাকাতসহ ব্যবহারকৃত সিএনজি আটক করে ভৈরব থানাকে অবগত করা হলে এস আই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

(Visited ৩৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ