দিনাজপুরের ঘোড়াঘাটে সাংবাদিকদের মাঝে পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ই মে) ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের অর্থায়নে ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের ৫ জন ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যক্তিগত ২টি পিপিইসহ ৭ জন সাংবাদিককের মাঝে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এসব পিপিই বিতরণ করেন।
এছাড়াও এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক, হ্যান্ডগ্লাবস, ভিটামিন সি সমৃদ্ধ ট্যাবলেট ও হ্যান্ড স্যানিটাইজার ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের amarmp.com এর অ্যাম্বাসেডর ও ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মেদ বাবু।
(Visited 1 times, 1 visits today)