২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

আমি রাজনীতি করি জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবেসে- রায়হান জামিল ভূঞা

রায়হান জামিল ভূঞা:
আমি কোন বড় নেতা হব সেটাও কোন স্বপ্ন দেখি না, রাজনীতি করে দল থেকে কিছু পাব সেটাও আমি আশা করি না।আমাকে কেউ স্যালুট করবে সে জন্যই আমি রাজনীতি করি না। আমি চাই বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধুকে সবাই স্যালুট করুক। আমি চাই জাতীয় চার নেতাকে স্যালুট করুক, আমি চাই মহান মুক্তিযুদ্ধের সংগঠক যারা মরহুম আতাউর রহমান খান কায়সারের মতো আরো যারা আছে সবাইকে স্যালুট করুক।
আমি চাই বঙ্গবন্ধুর ডাকে যারা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিল তাদেরকে স্যালুট করুক, আমি চাই ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে চিনিয়ে আনা এই স্বাধীনতাকে সবাই স্যালুট করুক।

আমি রাজনীতি করি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবেসে তথা এই স্বাধীন বাংলাদেশকে ভালবাসে, নিজের দায়িত্ব বোধ থেকে একজন বাঙালি মায়ের সন্তান হিসেবে।হয়তো বা আমি কখনো দেশ ও দেশের মানুষের কোন উপকার করতে না পারি কিন্তু দেশ ও দেশের মানুষের ক্ষতি কখনোই করব না, সেই প্রতিজ্ঞা নিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, লালন করে, পালন করে রাজনীতি করি, এই লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করার জন্য তথা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়েছেন বাংলার স্বাধীনতা ও বাঙালির জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। তাই বঙ্গবন্ধুর মতো নিজেকে দেশের মানুষের কল্যাণে বিলিয়ে দিতে চাই।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
জয় হোক জননেত্রী শেখ হাসিনা।
জয় হোক মেহনতি মানুষের।
শোষিতের বিপ্লব দীর্ঘজীবী হোক।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

মো. রায়হান জামিল ভূঞা
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক

(Visited ১৮ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে এ জাতি কলঙ্কিত হয়েছে বিশ্ব দরবারে
বেসরকারি চাকরিজীবীদের বোবা কান্না
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা