১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

কবিতাঃ কেটে গেলো আর একটি ঈদ

কেটে গেলো আর একটি ঈদ
লেখক-রাকিব খান

ফিরব ফিরব করে দেশে এবারের ঈদটাও
কেটে গেলো প্রবাসে ফেরা হলো না বাড়ি,
প্রতিবারই বলি এবার ঈদে ফিরবো বাড়ি
হয়না কেন ফেরা সেটা শুধু নিজের জানা।

মা বাবা ভাই বোন রেখে দূরে আনন্দ নয়
বেদনা আর বিরহের সুর বাজে হৃদয়ে,
যে সুর শুনতে পায় না কেউ শুনে নিজে
কেটে গেল আনন্দময়ী ঈদ নিরানন্দ হয়ে।

আমারও মন চায় নতুন জামা নতুন জুতো
পরে নামাজ পড়বো সকলের সাথে মিশে,
নামাজ শেষে প্রতিবেশীদের সাথে বাসায়
ফিরব একসাথে হাসাহাসি আর গল্প করে।

পুরোটা বছর জুড়ে বুক বাধিঁ কেবল একটি
স্বপ্নকে ঘিরে বাড়ি ফিরব এই বছর ঈদে,
সংসারের এর চাহিদা নতুন সব ঝামেলা
ফিরব ফিরব করে ঘরে আর ফেরা হয় না।

যখন ভাবি ফিরব বাড়ি নিয়তি দেয় আড়ি
পরিবার-পরিজন আত্মীয়-স্বজনের চাহিদা
পূরণ করতে কখনো নিজের কথা ভাবি না,
যদিও বুকের চাপা থাকে অনেক কষ্ট তবুও
পরিবারের সবাই ভালো এতেই আমি সন্তুষ্ট।

(Visited ১১৭ times, ১ visits today)

আরও পড়ুন

ময়মনসিংহে জমজমাট নজরুল জন্মজয়ন্তী মেলা
বনানীতে স্ত্রীর পাশে সমাহিত হবেন আব্দুল গাফফার চৌধুরী
অদম্য সাহসী দীপু মনি
অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের কবিতা ‘স্বপ্নদ্রষ্টা’
এবারের বইমেলায় পাওয়া যাবে আয়েশা মুন্নির তিনটি বই
কিছু কথা বলতে চাই
প্রগতিশীল জনতা সবাই হও একতা
অনলাইন বইমেলা শুরু কাল থেকে