২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

নরসিংদীর রায়পুরায় সেনাবাহিনীর সম্প্রীতির বাজার, দরিদ্ররা বিনামূল্যে পেয়েছেন খাদ্য সহায়তা

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রীতির বাজার নামক এক কর্মসূচি গ্রহণ করেছে।এরই ধারাবাহিকতায় আজ ১৮ই মে দুপরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরা সরকারি কলেজ মাঠে বসানো এই ব্যাতিক্রমধর্মী বাজার থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী পেয়েছেন এলাকার কর্মহীন ও দরিদ্র ১ হাজার মানুষ।সামাজিক দূরত্ব ও সমস্ত স্বাস্থ্যবিধি বজায় রেখে চলে এর কার্যক্রম। এই মানবিক সহায়তা পেয়ে খুশি এলাকাবাসী।
উল্লেখ্য,সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই বাজারে ছিল চাল, ডাল, আটা, আলু, লবন, নুডলস, লবন, সেমাইসহ বিভিন্ন ধরনের সবজি ও সবজি বীজ।
সম্প্রীতির এই বাজারের মালামাল গুলো কৃষকদের ন্যায্যমূল্যো নিশ্চিত করতে সরাসরি স্থানীয় কৃষদের কাছথেকে সংগ্রহ করা হয়েছে।
দুপুর ১২টা থেকে একদিনের এই সম্প্রীতির বাজারে আসতে থাকেন করোনায় বিপর্যস্ত রায়পুরা ও বেলাব উপজেলার দরিদ্র মানুষজন। বাদ পড়েননি সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিরাও।
সেনাবাহিনীর কর্মকর্তাগন জানান করোনার এই সংকটে অন্যান্য স্থানেও চলবে এ কার্যক্রম।
রায়পুরায় সেনাবাহিনীর সম্প্রীতির বাজার নামক এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আরো উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ।


(Visited ৩৮ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ