বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার বিকালে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।
মাহফিলের পুর্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক বলেন, দেশ ও দেশের বাইরে যেসব বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা ও দেশে বিদেশে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের আশায় আমরা মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে প্রার্থনা করব।
তাছাড়া যারা করোনাভাইরাসে সংক্রমণ ছাড়া নানা রোগে ভুগছেন তাদের আরোগ্য লাভের আশায় প্রার্থনা করব।
এ সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম নাদেল, শাখাওয়াত হোসেন শফিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাব উদ্দিন ফরাজী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালোর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।