পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের কেমগাট ৪নংওয়াডের্র বাসিন্দা মাদক ব্যবসায়ীর রাণী মোসা. হেলেনা বেগম ৬০০ পিচ ইয়াবাসহ আমতলীতে থানা পুলিশের হাতে আটক হয়েছে ꫰
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার প্রতিবেদকের মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, গত শনিবার (২১ জুন-২০২০ ইং) সকাল সাড়ে সাতটার সময় আমতলী লঞ্চঘাট ঢাকা থেকে এমভি সুন্দরবন-৭ নাম্বার লঞ্চ যোগে হেলেনা বেগম নামের একজন ইয়াবা ব্যবসায়ী এসেছে ꫰ সে আমতলী দিয়ে পটুয়াখালী যাবে। এমন সংবাদ পেয়ে তৎক্ষনাৎ আমার নেতৃত্বে এস.আই. শাহাবুল, এ.এস.আই. লিমন, এ.এস.আই. সোহরাব, ও একজন নারী পুলিশসহ ফোর্স দ্রুত লঞ্চঘাট গিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করি।
এ সময় নারী পুলিশ ওই হেলেনা বেগমের দেহ তল্লাশি করে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করে꫰ এবং থানায় নিয়ে আসে꫰
পরে থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে।