মাগুরা জেলা পরিষদ ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৬১ হাজার ৮৯১ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান কামরুন্নাহার জলি, আনিছুর রহমান খোকন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
বাজেটে সরকারি অনুদানসহ বিভিন্ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা। প্রান্তিক স্থিতি দেখানো হয়েছে ২৭ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৮৯১ কোটি টাকা। বাজেটে মোট আয় ও প্রান্তিক স্থিতি মিলেয়ে মোট আয়ের সমপরিমান টাকা ব্যায় ধরা হয়েছে।
(Visited 1 times, 1 visits today)