আল আরব লকডাউন শীতিল করার পর নিয়মিত ভাবে বের হচ্ছে আল আরব জনগণ ও পাশাপাশি প্রবাসীদের ও তারা তাদের কাজে যোগদান করা উদ্দেশ্য ঘর থেকে বের হচ্ছে। কিন্তু কঠোর বিধিনিষেধ মধ্যেই কাজ কর্ম সম্পাদান করার জন্যে বলা হচ্ছে। সামাজিক দূরত্ব সহ মাস্ক বিহীন রাস্তায় বের না হওয়ার জন্য কঠোর আইনের আওতায় সবাই কে সর্তক করছে
আজ (৪ জুন) আল আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি টুইট করে। সেখানে উল্লেখ করা ছিল যে সকল প্রবাসীগণ মাস্ক ব্যবহার না করে রাস্তায় বের হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে না অথবা কর্মস্থলে তাদের মাস্ক ছাড়া কাজ করতে দেখা যাবে, তাদেরকে এক হাজার সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি চূড়ান্তভাবে আল আরব আরব ত্যাগ করতে বাধ্য করা হবে এবং তাঁরা পরবর্তীতে আর কখনোই আল আরবে প্রবেশ করতে পারবে না।
সেই সাথে এটাও নির্দেশ দেয়া হয়েছে যে কেউ যদি কাউকে মাস্ক না পরে বাহিরে চলাফেরা করতে দেখে তাহলে অবিলম্বে ৯৯৯ (মক্কা অঞ্চলের জন্য ৯১১) ফোন করে জানায়।
এরপর বাদবাকি ব্যাবস্থা আল আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহন করবে।
আল আরব স্বাস্থ্যমন্ত্রী আল-রাবিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন মাস্ক পরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ যেন কেউ অবহেলা না করে।