১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

এবার কুবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। গত বৃহস্পতিবার তাঁর বাবা এই বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষার্থী মোহাইমিন এখন সুস্থ আছেন। তার মাঝে করোনাভাইরাসের কোনো উপসর্গ এখনও পর্যন্ত দেখা যায়নি।

তার বাবা বলেন, ‘আমাদের পাশের বাড়িতে কয়েকদিন আগে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে আসেন এবং মারা যান। তারপরই নমুনা নেয়া হয়েছিল।’

মোহাইমিন বলেন, ‘ওই লোকটি ৩০তারিখ দুপুরে বাড়িতে আসে। ঐদিন সন্ধ্যায় মারা যায়। রাতেই ইসলামিক ফাউন্ডেশনের লোকেরা এসে দাফন করে। আমি ঐদিন বিকেলে ওনার ছেলের সাথে ছিলাম, আর মারা যাওয়ার পর ঐ বাড়িতে যাই। তাই সন্দেহ থেকে ২ তারিখে নমুনা দেই। ১০ তারিখে রিপোর্ট পজিটিভ আসে।’

এই বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. বেলাল হুসেইন বলেন, ‘সংবাদটি শুনে আমরা খুবই মর্মাহত। বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সাথে আমি কথা বলে জানিয়েছি। বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সবাই যেন তাকে মানসিকভাবে এখন চাঙ্গা রাখে।’

(Visited ৬৩ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ