২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

করোনাঃ জাতীয় পর্যায়ে শনাক্তের চেয়েও বেশি বগুড়ায় আক্রান্তের হার

বগুড়াতে ক্রমশ বেড়েই চলছে আক্রান্তের হার। দিন যত যাচ্ছে ততই বগুড়ায় কভিড-১৯ এর সংক্রমণ সমস্ত হিসাব নিকাশ ছাড়িয়ে যাচ্ছে।

আজকে শজিমেকের ১৮৮ টি ও টিএমএসএস ৭০ টি নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ ৯৮ জন। আজকের নমুনার পরীক্ষার ফলাফলে শতকরা ৩৮% এর কাছাকাছি।
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১৫৭৭২টি নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যা ৩১৮৭ জন। যা শতকরায় ২১% এর কাছাকাছি।
সকল হিসাব নিকাশ ছাড়িয়ে বগুড়া আক্রান্তের হার অনেক বেশি।
আজ বগুড়ায় নতুন করে ৯৮ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৫৮ জন, মহিলা-৩০জন ও শিশু-১০জন। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১১৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৮৫ জন।
মোট মৃত্যু হয়েছে ১১ জন। গত একমাসের ব্যবধানে বগুড়ায় কভিড-১৯ এর সংক্রমণ চোখে পড়ার মত। গত ৭ মে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩০ জন সেখানে আজকে ১১ জুন আক্রান্তের সংখ্যা ১১৩৫ জন । সময় যত গড়াচ্ছে বগুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বগুড়া এখন হটস্পটে পরিণত হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে বগুড়াবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত।
এমন ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পরেও অধিকাংশ হাটবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জেলা,উপজেলা প্রসাশন হিমসিম খেয়ে যাচ্ছে সংক্রমণ প্রতিরোধে। সরকার বারবার নির্দেশনা দেওয়ার পর ও নেই কোন স্বাস্থ্য বিধি মানার আগ্রহ। পরিস্থিতি এমন হয়েছে যে, কে শোনে কার কথা। এমন অবস্থা চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে তা নিয়ে সচেতন নাগরিকগন চিন্তিত।

(Visited ১৪৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ