২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

করোনায় স্বাস্থ্য বিভাগক‌ে ‘বান্দরবান পরিবারের’ পক্ষ থেকে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

করোনা মহামারীতে অক্সিজেন সহ বিভিন্ন সামগ্রীর ঘাটতি থাকায় “বান্দরবান পরিবার” নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বান্দরবান স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা পরিষদের সভাকক্ষে এইসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

স্বল্প পরিসরে স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসা সরঞ্জাম বান্দরবান স্বাস্থ্যবিভাগের হাতে তুলে দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা।
এ সময় বান্দরবান পরিবারের পক্ষ থেকে
করোনা রোগীদের জন্য ৭০ হাজার টাকা দামের ৯টি অক্সিজেন
কনসেনট্রেশন মেশিন হস্তান্তর করা হয়।
এছাড়া বান্দরবান সদর হাসপাতালে করোনা ইউনিটে ব্যবহারের চার্জার লাইট, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সামগ্রী বান্দরবান স্বাস্থ্য বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা বলেন, চলতি র্অথ বছরেই বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল এসি, ৪ বেডের আইসিইউ ইউনিট স্থাপনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বান্দরবান পরিবারকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, ডা: বাচিং মারমা, বান্দরবান পরিবার এর প্রধান সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ প্রমুখ।

(Visited ৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ