২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

করোনায় আক্রান্ত হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (১৭ জুন) রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান সরকার।

গত ২৫ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন কাজী লুতফুল হাসান। যোগদানের পর থেকে করোনাভাইরাস মোকাবেলায় তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। এমনকি ঈদ-উল-ফিতরের ছুটির দিনেও জলাবদ্ধতার কারণে কয়েক’শ একর জমির ধান নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে ইউএনও কাজী লুতফুল হাসান ছুটে গেছেন কৃষকের জমিতে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান সরকার বলেন, সম্প্রতি ঢাকা থেকে ফিরে এসে গত শনিবার জ্বর অনুভুত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান আমাকে জানান। প্রথমে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিই। এরপর সোমবার তার নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেই নমুনা পরীক্ষার ফলাফল বুধবার রাত সাতটার দিকে পাই। তবে এখন আর ইউএনও কাজী লুতফুল হাসানের জ্বর নেই। নেই করোনার অন্য কোন উপসর্গও। তিনি এখন মোটামুটি সুস্থ্য আছেন। এছাড়া তার সংস্পর্শে আসা অফিসের কর্মকর্তা কর্মচারীসহ পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ