২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

কাপাসিয়ায় অসচেতনতার ফলে নতুন করে করোনায় ৩ জন আক্রান্ত

গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৬০ জন,এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০ জন, মৃত্যু হয়েছে ১ জন।

১৯ই জুন শুক্রবার করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে আরো ৩ জন আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম সরকার।

তিনি বলেন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে গত ১০ই জুন বুধবার ২৯ টি নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার রাতে প্রাপ্ত রিপোর্টে নতুন ৩ জন পজেটিভ সনাক্ত হয়েছেন।

তিনি আরো বলেন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে শুক্রবার পর্যন্ত ১৭২৯ টি নমুনা পরীক্ষায় ১৬০ জন পজেটিভ সনাক্ত হয়েছে।
চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ৮০ জন সুস্থ্য হওয়ার পাশাপাশি ১ জন মৃত্যু বরণ করেছেন। সুস্থ্যদের আবার ৭-১০ দিন পরপর নমুনা সংগ্রহ করে পুনঃপরীক্ষা করা হবে। এখনো আক্রান্ত ৭৭ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

(Visited ২২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ