১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

চট্টগ্রামে পরিচয়পত্র দেখালেই ফ্রি অক্সিজেন পাচ্ছেন ৪১টি ওয়ার্ডের বাসিন্দারা

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র দেখালেই ফ্রি অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের স্থানীয়রা।

কাল সোমবার (১৫ জুন) থেকে আপাতত নির্দিষ্ট ওয়ার্ড ও স্থান থেকে রোগীরা অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে স্ব-স্ব এলাকা থেকেও এ সিলিন্ডার সংগ্রহ করা যাবে।

চট্টগ্রামের করোনাভারইরাস সংকটময় মুহূর্তে শুধু পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট স্থান থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে এ অক্সিজেন সিলিন্ডার—জানিয়েছেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম।

তিনি বলেন, করোনা মহামারিতে চট্টগ্রামের মানুষের কথা চিন্তা করে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলমের উদ্যোগে এই সার্ভিসটি দেওয়া হচ্ছে।

যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিতে শুধু পরিচয়পত্র লাগবে। ব্যবহার করার পর ৪ দিনের মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে। একবার নয় রোগীর প্রয়োজন হলে বারবার অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন—আরও যোগ করেন তিনি।

আপাতত যেসব এলাকায় অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাবে :

১. ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়, আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর-০১৭২০৮১৮৫০৯।

২. ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়ে আবদুর রাজ্জাক দুলাল- ০১৮৪২৫৫২৫৯০।

৩. ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড নানা টাওয়ার (ডবলমুরিং থানার উত্তর পাশের গলি) ফরিদ আহমদ মুরাদ-০১৮৪২৩৮২১৯১।

৪. ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক সাহেবর বাড়ি, পানির কল তালতলা জাহিদুল হক শিবলু- ০১৯৭৯৩৯১৩৩৩।

৫. ২৫ নম্বর পশ্চিম রামপুর ওয়ার্ড সবুজবাগ হাজী শফিউল বশর সাহেবর চৌধুরী বাড়ি। দেলোয়ার হোসেন- ০১৯৭৯৩৯১৩৩৩)।

৬. ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বড়পুল, হালিশহর রোড)। সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন- ০১৭১১১৪৫১৬২)।

৭. ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল। নুরুল আলম ভুট্রো- ০১৮১৮১৯৩৭০৪)।

৮. শোলকবহর ওয়ার্ড সেকান্দর মিয়ার বিল্ডিং (ফরেস্ট গেইটের বিপরীতে। নুরুল আজিম- ০১৮১৩২৫৪২১৭।

৯. ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু সাহেবের বাডড়ি (বালুছড়া)। জুবায়ের আরেফিন- ০১৮১৯৫৪৫৭৩৭)।

১০. ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ছিদ্দিক আহম্মদ’র বাড়ি, ২১৭ তুলা পুকুর লেইন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মদ- ০১৭১৫২৯৯৬৮১)।

১১. ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড রাজভিলা, ৬নম্বর নজুমিয়া লেইন। আরিফ আহমেদ- ০১৭১৩১০৬০৭০।

(Visited ৫৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ