২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

চট্টগ্রামে বাড়ছে করোনা শনাক্তের হার, ঢাকায় স্থিতিশীল

ঢাকায় করোনা শনাক্তের হার স্থিতিশীল থাকলেও চট্রগ্রামে বাড়ছে রকেট গতিতে।

গত এক মাসের হিসেবে দেখা যাচ্ছে, ১৫ মে দেশে মোট শনাক্ত রোগীর ৮০ ভাগ ছিল ঢাকা বিভাগের। ১৫ জুন কমে ৬৬ ভাগে নেমে আসে। এই সময়ে চট্টগ্রামে ৮ দশমিক ৯৮ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে।

ঢাকা ছাড়া প্রায় সব বিভাগেই গত এক মাসে শনাক্তের হার বেড়েছে। তারপরও দেশের মোট শনাক্তের অর্ধেকই ঢাকার বাসিন্দা।

১০৩ দিনে বাংলাদেশে কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে লাখের ওপরে।

এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়। ১৫ মে ঢাকা বিভাগে শনাক্ত হয় ১১, ৭৫০ জন যা ৭৯ দশমিক ১৬ শতাংশ। ১৫ জুন এ সংখ্যা ঠেকেছে ৩৫,০১৪ জনে হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৯। অর্থাৎ ঢাকায় শনাক্তের হার কমতির দিকে।

কিন্তু চট্রগ্রামের চিত্র উল্টো। এই বিভাগে করোনা শনাক্তের হার এক মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। ১৫ মে শনাক্ত হয় ১,৩৩৩ শতাংশ হিসেবে ৮ দশমিক ৯৮। ১৫ জুন এ হার গিয়ে দাড়িয়েছে ১৮ দশমিক ৮৭ শতাংশে।

মাসের ব্যবধানে সিলেটে ১ দশমিক ৪৮ শতাংশ থেকে ২ দশমিক ৮৫ শতাংশ হারে করোনা শনাক্ত বেড়েছে। রংপুর বিভাগেও এ হার বাড়তির দিকে। খুলনায় ২৭৪ জন রোগি শনাক্তের এক মাসের মধ্যে ১৫ জুন তা ১৫১৬ জন হয়।

ময়মনসিংহ বিভাগে শনাক্ত ঢাকার মতই স্থতিশীল। বরিশালেও শনাক্তের হার বেড়েছে। রাজশাহী বিভাগে শনাক্ত ১ দশমিক ৪০ থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ২১ শতাংশ।

(Visited ২২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী