২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

দাগনভূঞায় দিদারুল কবির রতনের নিজ অর্থায়নে করোনা রোগীর জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন

দাগনভুঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের নিজের অর্থায়নে বাংলাদেশের প্রথম কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সার্ভিস চালু করেছেন।

আজ রবিবার বিকাল ৪ টার দিকে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান সেবা প্রকল্পটি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ রুবায়েত বিন করিম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. কবির, পৌর মেয়র ওমর ফারুক খান, দাগনভূঞা থানা তদন্ত অফিসার প্রার্থ প্রতীম দেব, ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এমাম হোসেন এমাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য মেয়র প্রার্থী নুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আরিফুর রহমান অপু প্রমুখ।
এসময় উদ্বোধক মো৷ ওয়াহিদুজ্জামান বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। সাধারনত সরকারী সদর হসপিটাল ছাড়া এমন সার্ভিস উপজেলা ভিত্তিক নেই। দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এই প্রথম দাগনভূঞায় এই সার্ভিস চালু করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে চেয়ারম্যান দিদারকে ধন্যবাদ জানাচ্ছি।

(Visited ৫৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ