২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

নওগাঁয় মৌসুমী’র সদস্যদের সন্তানের লেখাপড়ায় শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁয় এনজিও সংস্থা মৌসুমী’র সদস্যদের সন্তানের লেখাপড়ার সহযোগীতায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের উকিলপাড়াস্থ সংস্থার প্রধান কার্যালয়ে মৌসুমী’র প্রধান নির্বাহী মো. হোসেন শহীদ ইকবাল (রানা) এর সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহা. মোবারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নওগাঁ।
প্রধান অতিথি বলেন, দরিদ্রপীড়িত শিক্ষার্থীদের দরিদ্রতা জয় করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে মৌসুমী সংস্থা।

তিনি শিক্ষার্থীদের জ্ঞানান্বেষণের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং সৃজনশীল হওয়ার তাগিদ দেন। এবং তাঁর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রজ্ঞাবান হওয়ার স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার ঘোষ, উপ-প্রধান নির্বাহী, মৌসুমী; মো. এরফান আলী, পরিচালক, মৌসুমী, মো. মোফাকখের আলম, প্রধান হিসাবরক্ষক, মৌসুমী।

আলোচনা সভা শেষে মৌসুমী সংস্থার ঋণ কার্যক্রমভুক্ত সদস্যের ছেলে মেয়েদের মধ্যে যারা ২০১৮ এবং ২০১৯ সনে মাধ্যমিক পরীক্ষায় ঊত্তীর্ণ হয়ে উচ্চমাধ্যমিক শ্রেণিতে অধ্যয়ন করছেন তাদের মধ্যে বাছাইকৃত ৩৬ জনকে (প্রতিজন ১২০০০/-) টাকা করে মোট ৪ লাক ৩২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রতিষ্ঠালগ্ন হতে অত্র সংস্থা সমাজের দরিদ্র ও পশ্চাদপদ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ২৮ জনকে ১৮ হাজার টাকা করে মোট ৫.০৪ লাখ টাকা, ২০১৬ সালে ৩০ জনকে ১৮ হাজার টাকা করে ৫.৪০ লাখ টাকা, ২০১৭ সালে ৪৪ জনকে ১২ হাজার টাকা করে মোট ৫.২৮ লাখ টাকা, ২০১৮ সালে ৪৭ জন ছাত্র-ছাত্রীকে ১২ হাজার টাকা করে মোট ৫.৬৪ লাখ টাকা এবং ২০১৯ সালে ২৫ জন ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

(Visited ২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ