১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

নারায়নগঞ্জে ছয় ডাকাত গ্রেপ্তার

ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিয়ে নারায়ণগঞ্জে প্রবেশকালে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে ডাকাত দলের ৬ সক্রিয় সদস্য। এরা হলেন, মো. ওমর ফারুক (২৫), মো. সবুজ মিয়া (২০), মো. ইমরান (৩১), শিব্বির আহমেদ (৪০), মো. ফয়সাল (২০) ও মো. সালাউদ্দিন (৩০)। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র সহ দেশিয় অস্ত্র পাওয়া গেছে। এছাড়াও একটি মাইক্রোবাস জব্দ করেছে র‌্যাব-১১’র সদস্যরা।
আজ রোববার দুপুর দেড়টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে ৬ ডাকাতকে আটক করে র‌্যাব।
র‌্যাব-১১ এর সিও ইমরান উল্ল্যাহ সরকার বলেন, ‘আমাদের কাছে গতকাল শনিবার থেকেই খবর ছিল যে চাষাঢ়ার বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে। রোববার সকাল থেকেই আমাদের দল নজর রাখছিল। দুপুর দেড়টার দিকে ডাকাতদল ব্যাংকের সামনে এলে সড়কের দুইদিকে ব্লক করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি রামদা, ২টি চাপাতি এবং ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে ব্যাংকটির নাম গোপন রাখা হয়েছে।’
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকাতদের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
জানা যায়, ডাকাতির প্রস্তুতি নিয়ে জেলার আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে নারায়ণগঞ্জ শহরে আসছিলো ডাকাত দলের সদস্যরা।

(Visited ৮০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’