২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছের ঘেরে দুর্বিত্তদের বিষ প্রয়োগ

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় লোটাস মুন্সি নামের এক মৎস চাষীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বিত্তরা।
বিষক্রিয়ায় গলদা, পাঙ্গাস, রুই ও কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার গভীর রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানাগেছে, লোটাস মুন্সী তার বাড়ির পাশে ১ একর জমিতে একটি মাছের ঘের করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। এবছর সে গলদা চিংড়ি, পাঙ্গাস, রুই ও কাতল সহ কয়েক প্রজাতির মাছ চাষ করেন। এরই মধ্যে রবিবার গভীর রাতে দুর্বিত্তরা তার ঘেরটিতে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের ফলে এসব মাছগুলো মরে পানির উপরে ভেসে উঠেছে। সোমবার সকালে মাছের পরিচর্যার জন্য ঘেরে গিয়ে এ অবস্থা দেখতে পায় লোটাস মুন্সী। এরপর সোমবার বিকেলে তার ছেলে রোমান মুন্সী বাদী হয়ে সন্দেহমুলকভাবে তিন জনের নাম উল্লেখ করে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় থানায় একটি লিখিত অফিযোগ দিয়োছে ভিকটিম। অভিযোগ তদন্তের জন্য ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

(Visited ১৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ