১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

রোগীর জরুরী অবস্থা ছাড়া সিজার নয় হোপ মা ও শিশু হাসপাতালে

মীরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু (প্রাইভেট) হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে মীরসরাই সদরস্থ হোপ মা ও শিশু হাসপাতালের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে হাসপাতালের পরিচালক ও মীরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বলেন, ‘বর্তমানে সিজারের কারণে মানুষ হাসপাতালের সেবা নেওয়া থেকে বিমুখ হচ্ছেন। ফলে সমাজে বিরূপ প্রভাব পড়ছে। স্বাস্থ্যখাত ও চিকিৎসকদের উপর আস্থা হারাচ্ছেন রোগীরা। তাই আমরা এই হাসপাতালে রোগীর জরুরী অবস্থা ছাড়া সিজার করব না।’ তিনি আরো বলেন, এই করোনার মহামারিতেও আমরা কোন রোগীকে ফিরিয়ে দেইনি। আগামীতেও দেব না। আমরা মানুষের সেবা প্রদানের লক্ষে এই হাসপাতালের কার্যক্রম শুরু করেছি। কোন মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে যাবে না। আমরা এই হাসপাতালে উন্নত মানের ঔষধ সরবরাহসহ আরো উন্নত সেবার লক্ষে গাইনি এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির সমন্বয় করে ২৪ ঘন্টা সেবা প্রদানের লক্ষে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা সফল হবো।’
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খালেদা আক্তার বলেন, ‘আমাদের হাসপাতালের মালিকানা নিয়ে কিছু জটিলতা ছিল। আমরা সেসব জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন আমরা আমাদের মতো করে সেবা মুখি একটি হাসপাতাল আপনাদের উপহার দিতে চাই, যার জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।’
সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন, সাংবাদিক শারফুদ্দিন কাশ্মীর ও নাছির উদ্দিন। এ সময় মিরসরাইয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(Visited ৫১ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ