বৃহস্পতিবার গাজীপুর জেলার বেরাইদের চালা,শ্রীপুর এ ডিগনিটি ইন্ডাস্ট্রিজ নামক একটি ডাইং ফ্যাক্টরি কে লবলং খাল দখল,খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ এবং খালের পানি দূষণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ৬(গ) ও ৬(ঙ) ধারায় মোট ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা পূর্বক তা আদায় করা হয় এবং আগামী ৩ মাসের মধ্যে খালের উপরের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়।
এছাড়া পাশের ইন্টিগ্রেটেড লি: কে ইটিপি ব্যতীত কারখানা চালু রাখায় একই আইনে ২০০০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর ও ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করে।
(Visited 1 times, 1 visits today)