দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন এর বাওনা থেকে রিকাবী গ্রামের রাস্তা। একটি ভোটকেন্দ্র ও তিনটি প্রাইমারি,একটি হাইস্কুলসহ মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান এবং চারটি গ্রামের মানুষের যোগাযোগ এর একমাত্র রাস্তা।
একটু বৃষ্টি হলেই রাস্তাটি যোগাযোগের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা এতটাই খারাপ হয়ে পড়ে যে ভেনগাড়ি সাইকেল পর্যন্ত চলাচল করতে পারে না।
এমনকি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গ্রামের প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এক কিলোমিটার রাস্তা হেটে/ঘাড়ে নিয়ে যাওয়ার পড় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া লাগে।
(Visited ৭ times, ১ visits today)