১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু হলেও বেঁচে যায় কোলে থাকা শিশু শাহদাত!

গাইবান্ধায় হাতি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহানারা বেগম নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় কোলে থাকা এক বছর বয়সী ছেলে শাহাদত অলৌকিকভাবে বেঁচে যায়।

শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৩৫) দীঘলকান্দি গ্রামের আবু মিয়ার সন্তান ও হাফিজার রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, একই উপজেলার হোসনপুর ইউনিয়নের হাসবাড়ী গ্রামের হাফিজার রহমানের সঙ্গে জাহানারার বিয়ে হয়। দাম্পত্য জীবনে জাহানারা তিন সন্তানের জননী। কয়েকদিন আগে জাহানারা বাবার বাড়ি দিঘলকান্দি গ্রামে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাতি যাচ্ছিল। জাহানারা কোলের সন্তানকে নিয়ে ওই হাতি দেখার জন্য নির্মাণাধীন একটি দ্বিতল ভবনের ছাদে ওঠেন। হাতি দেখতে দেখতে একসময় ছাদের কোণায় গেলে বৃষ্টিতে ভিজে ছাদে পা পিছলে যায় জাহানারার। এসময় পড়ে যাওয়ার সময় বাঁচার জন্য জাহানারা মাথার কাছে থাকা পল্লী বিদ্যুতের তার আঁকড়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তানসহ নিচে পড়ে যান। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট ও ছাদ থেকে পড়েও বেঁচে যায় জাহানারার মাত্র এক বছরের কোলের সন্তান শাহাদত!

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার শিশু শাহাদত বর্তমানে সুস্থ আছে বলে জানান তিনি।

(Visited ২১ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ