ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স বিহীন বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে, সিএনজি,মাহিন্দ্র,মোটর বাইক ও বাসকে, লাইসেন্স না থাকায় মোট ৪ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
এসময় মোট ৬টি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা সাঈদা পারভীন। মঙ্গলবার বিকেলে উপজেলার সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
এক প্রতিবেদনে দেখা গেছে, পৃথিবীর মোট দূর্ঘটনার বেশির ভাগই হয় গাড়ি চালানোর অপর্যাপ্ত জ্ঞানের কারনে। লাইসেন্স বিহীন গাড়ি চালানো অদক্ষ ড্রাইভারের পরিচায়ক। বড় বড় দূর্ঘটনার পেছনে অনুসন্ধানে, প্রায় সময়ই লাইসেন্স বিহীন গাড়ি এবং লাইসেন্স বিহীন ড্রাইভার দায়ী বলে বিবেচিত হয়।
সৈয়দা সাঈদা পারভীন বলেন, দূর্ঘটনা কমাতে লাইসেন্স ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায়,বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।