গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর রাইগ্রাম নামক স্থানে দুই গাড়ির সংঘর্ষে মা রুবিনা বাসের হেলপার ফাহিদের (১৯) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল জিলানী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাইবান্ধাগামী মা রুবিনা বাসটি পাশে থাকা একটি গাড়িকে দ্রুত গতিতে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সাথে সরাসরি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই মা রুবিনা বাসের হেলপারের মৃত্যু হয়।
নিহত ফাহিদ গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বাবার নাম জানা যায়নি।
(Visited 1 times, 1 visits today)