সোনালী আঁশ পাটের ব্যবহার বৃদ্ধি এবং নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ময়মনসিংহের ত্রিশালে সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রিশাল পৌর বাজারের মোদক পট্টি চালের দোকানে গুলোতে পাটের বদলে প্লাস্টিক এর বস্তায় চাল বিক্রির অভিযোগে তিনজন (০৩) দোকান মালিককে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুসারে ৩ টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, ত্রিশাল এবং ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন। ত্রিশাল সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম জানান,
জনস্বার্থে ও পরিবেশের সুরক্ষায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
(Visited 1 times, 1 visits today)