২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

ঈদুল আযহার পূর্ণমিলনী

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোমবার (৩ আগস্ট) যোগাযোগ মাধ্যম জুমে আল্লামা ইমাম হায়াত প্রতিষ্ঠিত বিশ্ব সুন্নী আন্দোলনের পক্ষ থেকে এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়।

সে‌মিনা‌রে সভাপতিত্ব ক‌রেন বিশ্ব সুন্নী আ‌ন্দোল‌নের কেন্দ্রীয় লিডার সা‌বিনা সাদাত সাফা। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, ইউএই সহ বিভিন্ন শাখার সংগঠকগন।

সেমিনারে বক্তাগণ বলেন, পবিত্র ঈদুল আযহা তথা কোরবানীর মূল শিক্ষাই হলো তাওহীদ ও রেসালাত ভিত্তিক নিজের আত্মা ও জীবনকে সত্যের ধারায় যুক্ত রেখে ঈমানী চেতনায় কোরবানী দেওয়া।

তাঁরা আরো বলেন, কোরবানী হতে হবে একমাত্র তাওহিদ রেসালাত ভিত্তিক জীবন চেতনায়৷ নতুবা, তা কোরবানী না হয়ে বরং পশু হত্যার মত অপরাধ হিসেবে গণ্য হবে।

বক্তাগণ আরো বলেন, জীবন ও দুনিয়া বিপন্ন রেখে কোন ঈদ পূর্ণতা পায় না, তাই বিপন্ন সত্য ও মানবতার মুক্তির একমাত্র সমাধান হিসেবে বক্তাগন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বস্তুবাদ মুক্ত দুনিয়া গড়ার জন্য মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। সেই লক্ষ্যে তাঁরা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সব মানুষকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার অপরিহার্যতা তুলে ধরেন।

উক্ত সেমিনারে দুনিয়াব্যাপী মহামারী কোভিড-১৯ এর এই দুঃসময়ে সকল মানবিক মানুষের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।

সেমিনারে বক্তাগণ অবরুদ্ধ সত্য, পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার মুক্তির লক্ষ্যে সকলকে ঈদুল আজহা পালনের আহ্বান জানানো হয়।
##মোরশেদ আলম

(Visited ১৩৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী